সোমবার, ১২ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

প্রার্থীদের তথ্য প্রকাশের দাবি সুজনের

নিজস্ব প্রতিবেদক

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের দেওয়া হলফনামা, আয়কর রিটার্নসহ যাবতীয় তথ্য জমা দেওয়ার সঙ্গে সঙ্গে প্রকাশের দাবি জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। গতকাল বিকালে নির্বাচন কমিশনে (ইসি) লিখিতভাবে দাবি জানায় সুজন। ড. বদিউল আলম মজুমদারের নেতৃত্বে ই?সি?তে আসা সুজনের প্রতিনিধি দল এ বিষয়ে কমিশনকে চিঠি দেওয়ার পর ইসি সচিব হেলালুদ্দীন আহমদের সঙ্গে সাক্ষাৎ করেন। ওই সময়, সচিবের কাছে তাদের দাবি-দাওয়া মৌখিকভাবেও তুলে ধরেন তারা। সাক্ষাৎ শেষে বেরিয়ে যাওয়ার সময় সুজনের সম্পাদক ড. বদিউল আলম মজুমদার সাংবাদিকদের বলেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আমরা প্রার্থীদের দেওয়া হলফনামা, আয়কর রিটার্নের তথ্য তুলনামূলক বিশ্লেষণ করি। পরে সেগুলো আপনাদের (সাংবাদিকদের) মাধ্যমে জনগণের কাছে তুলে ধরি।

এবারও এই তথ্যগুলো প্রার্থীরা জমা দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা পাই, সে বিষয়ে ইসি সচিবের সঙ্গে কথা বলেছি। প্রার্থীরা হলফনামাসহ তথ্য জমা দেওয়ার পর তা যেন নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়, সেই আবেদনও জানিয়েছি।

সর্বশেষ খবর