বৃহস্পতিবার, ১৫ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

নোবিপ্রবির সাবেক ভিসির দুর্নীতি মামলা চলতে বাধা নেই

নিজস্ব প্রতিবেদক

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সাবেক উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. আবুল খায়েরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে করা মামলা বাতিলে করা আবেদন খারিজ করেছে হাই কোর্ট। গতকাল বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ রায় দেয়। এ আদেশের ফলে অধ্যাপক খায়েরের বিরুদ্ধে দুর্নীতি মামলা চলতে বাধা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবী। আদালতে অধ্যাপক ড. আবুল খায়েরের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মওদুদ আহমদ। দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী আসিফ হাসান, রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল হেলেনা বেগম চায়না। পরে আমিন উদ্দিন মানিক বলেন, মামলা বাতিলের জন্য সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবুল খায়েরের আবেদনে জারি করা রুল খারিজ করে স্থগিতাদেশ তুলে নেওয়ার পাশাপাশি এক বছরের মধ্যে মামলা নিষ্পত্তির জন্য বিচারিক আদালতকে নির্দেশ দিয়েছে হাই কোর্ট। তিনি জানান, এ মামলা বাতিলে আসামিপক্ষের আবেদনের পর চলতি বছরের ২৪ জানুয়ারি রুল জারি করেছিল আদালত। মামলার বিবরণী উল্লেখ করে আইনজীবী আমিন উদ্দিন মানিক জানান, দুর্নীতি, স্বজনপ্রীতি ক্ষমতার অপব্যবহার করে বিশ্ববিদ্যালয় রিজেন্ট বোর্ডের পূর্বানুমোদন ছাড়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এবং প্রতিযোগিতামূলক নিয়োগ পরীক্ষা ছাড়াই অনুমোদিত পদের অতিরিক্ত ৬ জন কর্মকর্তা ও ১০৮ জন কর্মচারী নিয়োগ দেওয়ায় দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মো. বেনজীর আহমদ ২০০৯ সালের ১৩ জানুয়ারি নোয়াখালী সুধারাম থানায় মামলা (নং-৫) করেন। পরে কমিশনের উপ-পরিচালক সৈয়দ মোহাম্মদ শহীদুল্লাহ একই বছরের ১৫ জুন আদালতে অভিযোগপত্র জমা দেন।

সর্বশেষ খবর