শনিবার, ১৭ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

কারিগরি প্রশিক্ষণের ময়দান এখন ফল-ফুলের ভাণ্ডার

সৈয়দ বয়তুল আলী, মৌলভীবাজার

মৌলভীবাজার কারিগরি প্রশিড়্গণ কেন্দ্র। এর পতিত জায়গাটি এখন ফল ও ফুলের ভাণ্ডারে পরিণত হয়েছে। ময়দানজুড়ে শোভা পাচ্ছে কাউ, আমলকি, লুকলুকি, দেশি কমলা, সাতকরা, গুলমরিচ, আম, জাম এবং বিদেশি ড্রাগন, কফি, ট্যাং, করমচা, মালটাসহ ৪১ ধরনের ফলের গাছ। ফুলের মধ্যে আছে মাধবীলতা, হাসনাহেনা, টগর, শিউলি, নীলকণ্ঠ, অনিয়ন ফ্লাওয়ারসহ নানা বর্ণের ১১ প্রজাতির গোলাপ।

এই ভাণ্ডার গড়েছেন কারিগারি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ শেখ মোহাম্মদ নাহিদ নিয়াজ। তিনি পড়ে থাকা ভূমিতে বিষমুক্ত দেশি-বিদেশি হরেক রকমের ফলদ গাছ চাষ করেছেন। ২০১৬ সালে অধ্যক্ষ নাহিদ নিয়াজ নিজ উদ্যোগে প্রতিষ্ঠানের শিক্ষকদের নিয়ে শুরু করেন পতিত ভূমিতে বিলুপ্তপ্রায় দেশি ও বিদেশি ফল ও ফুলের চাষ। আর সেই উদ্যোগের সফলতা এখন এই ফল ও ফুলের বাগান। অধ্যক্ষ নাহিদ নিয়াজ বলেন, যোগদানের পরে দেখতে পাই, খালি মাঠটিতে ধুলাবালি ও আগাছায় ভরপুর। শিক্ষার্থীরা মাঠে যেতে চায় না। শিক্ষার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হঠাৎ মনে হলো, খালি মাঠটিতে ফল ও ফুলের বাগান করা যায় কি না। সেই মতো অন্যান্য শিক্ষকদের নিয়ে শুরু করি চারা লাগানো। এখন মাঠটি ফুল ও ফলের বাগানে পরিণত হয়েছে। স্থানীয় অনেক মানুষ প্রতিদিন বাগানটি দেখতে আসেন। দেখে মনে হয় যেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটি একটি পর্যটন স্পট।

সর্বশেষ খবর