শনিবার, ১৭ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

অভিযোগ যাচাইয়ে স্বাধীন কমিটি বানাবে ফেসবুক

প্রতিদিন ডেস্ক

কোনো কনটেন্ট নিয়ে ব্যবহারকারীদের করা অভিযোগ বা আবেদন পর্যবেক্ষণে সামনের বছর থেকে একটি স্বাধীন কমিটি গঠন করবে ফেসবুক। সেই সঙ্গে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক মাধ্যমটির নিজে  থেকে কারও মুক্তবাক বা নিরাপত্তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত নয় বলে মত দিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। খবর বিডিনিউজের। বৃহস্পতিবার প্রায় সাড়ে পাঁচ হাজার শব্দের এক প্রতিবেদনে জাকারবার্গ বলেন, এই কমিটি গঠনের উদ্দেশ্য হবে মানুষকে একটি কণ্ঠ দেওয়ার নীতিকে তুলে ধরা ও তাদের নিরাপদ রাখার ক্ষেত্রে বাস্তবতা বুঝতে পারা। সামনের বছর আমরা কোনো কনটেন্ট নিয়ে মানুষের করা আবেদনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটি স্বাধীন কমিটি গঠনের নতুন উপায় তৈরির পরিকল্পনা করছি। এই স্বাধীন কমিটির মাধ্যমে ‘জবাবদিহিতা’ তৈরি হবে বলেও জানান জাকারবার্গ।

সর্বশেষ খবর