রবিবার, ১৮ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

সন্তোষে মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালিত

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের সন্তোষে যথাযোগ্য মর্যাদায় মজলুম জননেতা মওলানা ভাসানীর ৪২তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ ও ফাতিহা পাঠ করেন জাতীয় ঐক্যফ্রন্ট, আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন সংগঠনের নেতারা। জাতীয় ঐক্যফন্টের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন, কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম, মোস্তফা মহসীন মন্টু, সুলতান মোহাম্মদ মনসুর আহমদসহ অন্য নেতারা। পরে বিএনপির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ ও ফাতিহা পাঠ করেন দলটির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান, জেলা বিএনপি সভাপতি শামসুল আলম তোফা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল প্রমুখ।

এ ছাড়া মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষে ভোরবেলা ভাইস চ্যান্সেলর ড. মো. আলাউদ্দিন ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ ও ফাতিহা পাঠ করেন। পরে জেলা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, কৃষক শ্রমিক জনতা লীগ, ভাসানী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, টাঙ্গাইল প্রেস ক্লাব, ভাসানীর পরিবার, ন্যাপ ভাসানী, খোদায়ী খেদমতগারসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

সর্বশেষ খবর