সোমবার, ১৯ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

২১ ফেব্রুয়ারি হবে বাংলা ৯ ফাল্গুন

নিজস্ব প্রতিবেদক

২০১৯ সাল থেকে ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হবে বাংলা ৯ ফাল্গুন। গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। সরকারি ও প্রজ্ঞাপনে জানানো হয়, আগে লিপইয়ারে ফাল্গুন মাস একদিন বাড়িয়ে ৩১ দিন গণনা করা হতো। সংস্কারের ফলে আগামী বছর যদি ২১ ফেব্রুয়ারি ৮ ফাল্গুন হয় তবে ১৩ ও ১৪ ফেব্রুয়ারি দুটো দিনকেই ১ ফাল্গুন গণনা করতে হবে। এ কারণে জনপ্রশাসন মন্ত্রণালয় আগের ছুটির তালিকার আদেশটি বাতিল করে গত ১৪ নভেম্বর সংশোধিত নতুন আদেশ জারি করে। যেটি গতকাল প্রকাশ করা হল। নতুন তালিকায় ২০১৯ সালের ২১ ফেব্রুয়ারি হবে ৯ ফাল্গুন। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি মাতৃভাষার জন্য আত্মত্যাগের দিনটি ছিল বাংলা বর্ষপঞ্জির ৮ ফাল্গুন। কিন্তু এখন ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা পালনের দিনটি বাংলা বর্ষপঞ্জির ৯ ফাল্গুন।

সর্বশেষ খবর