মঙ্গলবার, ২০ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

সীমান্ত পরিদর্শন বিজিবি ডিজির

নিজস্ব প্রতিবেদক

দুর্গম কয়েকটি সীমান্ত এলাকা পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম। গতকাল কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের সবচেয়ে দুর্গম চরাঞ্চল হিসেবে পরিচিত চরচিলমারী ও উদয়নগর বিওপি এবং মেহেরপুরের সীমান্ত এলাকার বাজিতপুর বিওপি পরিদর্শন করেন তিনি। এ সময় বিজিবির দক্ষিণ-পশ্চিম রিজিওন, যশোরের রিজিওন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খালেদ আল মামুন, কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল রাশিদুল আলম উপস্থিত ছিলেন। জানা যায়, পরিদর্শনকালে বিজিবি মহাপরিচালক চরচিলমারী সীমান্তের চর এলাকার মধ্যদিয়ে মোটরসাইকেল চালিয়ে বিওপিতে যান। সেখানে নিয়োজিত বিজিবি সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের কুশলাদি সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি বিজিবি সদস্যদের উদ্দেশে দেশপ্রেম, শৃঙ্খলা, সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে সীমান্ত রক্ষার পবিত্র দায়িত্ব পালনের বিভিন্ন নির্দেশনা দেন। পরে তিনি পার্শ্ববর্তী উদয়নগর বিওপি পরিদর্শনে যান।

সর্বশেষ খবর