সোমবার, ২৬ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

বিমানে আসছে এবার হংস বলাকা

নিজস্ব প্রতিবেদক

বিজয়ের মাসে দেশে আসছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সংগ্রহ করা বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি সম্বলিত সম্পূর্ণ নতুন বোয়িং ৭৮৭-৮ ড্রিম লাইনার উড়োজাহাজ। এটি বিমানের উড়োজাহাজের বহরে দ্বিতীয় ড্রিম লাইনার। এর নাম রাখা হয়েছে হংস বলাকা। ১ ডিসেম্বর বিকাল সাড়ে ৪টায় বিমানটি ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। এর মধ্য দিয়ে বিমান বহরে উড়োজাহাজের সংখ্যা দাঁড়াবে ১৫টি। নতুন এ উড়োজাহাজ যুক্ত হলে বিমানের ফ্লাইট ফ্রিকোয়েন্সির সংখ্যা বাড়বে বলে জানান বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এএম মোসাদ্দিক আহমেদ। প্রসঙ্গত, চারটি ড্রিম লাইনারসহ সবগুলো উড়োজাহাজের নাম রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ বলেন, ‘উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং ২৯ নভেম্বর মালিকানা হস্তান্তর করবে। ৩০ নভেম্বর দুপুরে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে। বিজি-২১১২ ফ্লাইটটি যুক্তরাষ্ট্রের সিয়াটল শহরের পেনফিল্ড এয়ারপোর্ট থেকে টানা সাড়ে ১৫ ঘণ্টা উড়ে ঢাকায় আসবে। এর আগে বিমানের প্রথম ড্রিম লাইনার গত ১৯ আগস্ট ঢাকায় আসে। প্রথম ড্রিম লাইনারের নাম রাখা হয়েছে আকাশবীণা। পর্যায়ক্রমে আরও দুটি ড্রিম লাইনার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যুক্ত হবে।

সর্বশেষ খবর