মঙ্গলবার, ২৭ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

ওয়ালটন আসছে শেয়ারবাজারে

নিজস্ব প্রতিবেদক

শেয়ারবাজারে আসছে ওয়ালটনের অঙ্গপ্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। মাল্টি ন্যাশনাল ব্র্যান্ড হিসেবে ওয়ালটনকে আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও ব্যাপকভাবে পরিচিত করার লক্ষ্যে শেয়ার বাজারে প্রবেশ করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। অদূর ভবিষ্যতে বিদেশি শেয়ার বাজারেও তালিকাভুক্তি করবে বলে জানা গেছে। প্রতিষ্ঠানটির অনুমোদিত মূলধন ৬০০ কোটি ও পরিশোধিত মূলধন ৩০০ কোটি টাকা। শেয়ারবাজারে কোনো প্রাইভেট প্লেসমেন্ট দিচ্ছে না ওয়ালটন। বুক বিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে বাজারে শেয়ার উন্মুক্ত করা হবে। পুঁজিবাজারে ওয়ালটনের ইস্যু ম্যানেজার হিসেবে আছে ট্রিপল এ ফাইনান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। আর রেজিস্টার টু ইস্যু প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড।

সর্বশেষ খবর