রবিবার, ২ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

দুস্থ মানুষের সেবায় তাহমিনা বেগম ফাউন্ডেশনের প্রতিষ্ঠা

নিজস্ব প্রতিবেদক

‘মানুষ যারা অসহায় দুঃখী, তাদের নিয়ে স্বপ্ন দেখি,’ এই স্লোগান ধারণ করে শুক্রবার ‘তাহমিনা বেগম ফাউন্ডেশন’ এর শুভ সূচনা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উচ্চতর গবেষণা কেন্দ্র মিলনায়তনে এ ফাউন্ডেশনের উদ্বোধন হয়।

দুস্থ ও সুবিধাবঞ্চিত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর স্বপ্ন নিয়ে দেশের স্বনামধন্য শিশুরোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা. তাহমিনা বেগম এই সংগঠন প্রতিষ্ঠা করেন। ইতিমধ্যেই তিনি তার প্রয়াত পিতার স্মৃতি সংরক্ষণে গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার বাতিপুরে হাজী আবদুল বারী বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন। এই সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনায় রয়েছে তার প্রয়াত মাতার নামে একটি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ও একটি বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠা করা। এ সংগঠনের সভাপতি প্রফেসর তাহমিনা বেগম এবং মহাসচিব ব্রিগেডিয়ার জেনারেল  এ কে এম মোস্তফা কামাল পাশা। 

গতকাল উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রফেসর ডা. নাজমুন্নাহার, প্রফেসর ডা. তাহমিনা বেগম, ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মোস্তফা কামাল পাশা, বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব গোলাম শফিউদ্দিন প্রমুখ।

সর্বশেষ খবর