সোমবার, ৩ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

মনোনয়নপত্র বৈধ হাজী সেলিমের

নিজস্ব প্রতিবেদক

ঢাকা-৭ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাজী সেলিমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে রিটার্নিং অফিসার। গতকাল মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। এদিকে, দুদকের আইনজীবী খুরশীদ আলম খান জানিয়েছেন, অবৈধভাবে সম্পদ অর্জনের দায়ে ২০০৮ সালে বিচারিক আদালতে হাজী সেলিমকে ১৩ বছর কারাদণ্ড দেয়। ওই দণ্ডের বিরুদ্ধে এখনো হাই কোর্টে তার আপিল বিচারাধীন রয়েছে।

হাই কোর্টের আদেশ অনুযায়ী দুই বছরের বেশি সাজা বা দণ্ড প্রাপ্ত ব্যক্তি আপিল করলেও ভোটে দাঁড়ানোর সুযোগ পাবেন না, যতক্ষণ পর্যন্ত চূড়ান্তভাবে দণ্ড বাতিল না হয়। আপিল বিভাগও হাই কোর্টের এ আদেশটি বহাল রেখেছে বলে জানান দুদকের আইনজীবী। ফলে দণ্ডপ্রাপ্ত কেউ আপিল করলেই নির্বাচনে অংশ নেওয়ার কোনো সুযোগ নেই। জানা গেছে, অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ২৪ অক্টোবর হাজী সেলিমের বিরুদ্ধে লালবাগ থানায় দুদক মামলা করে। এ মামলায় ২০০৮ সালে বিচারিক আদালত হাজী সেলিমকে ১৩ বছর কারাদণ্ড দেন। এ রায়ের বিরুদ্ধে আপিল করলে ২০১১ সালের ২ জানুয়ারি হাজী সেলিমকে খালাস দিয়ে রায় দেয় হাই কোর্ট। পরে হাই কোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে যায় দুদক। উভয় পক্ষের শুনানি নিয়ে ২০১৫ সালের ১৩ জানুয়ারি হাই কোর্টের রায় বাতিল করে আদেশ দেয় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একই সঙ্গে দুর্নীতি মামলায় নিম্ন আদালতে দণ্ডিত সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের আপিল পুনঃশুনানির নির্দেশ আসে আপিল বিভাগ থেকে।

সর্বশেষ খবর