বৃহস্পতিবার, ৬ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

ক্যামেরা যোদ্ধা আনোয়ার হোসেনকে স্মরণ

সাংস্কৃতিক প্রতিবেদক

মুক্তিযুদ্ধের কিংবদন্তি ক্যামেরা যোদ্ধা আনোয়ার হোসেনকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেছে শিল্পকলা একাডেমি, ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ ও বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম। গতকাল সন্ধ্যায় একাডেমির সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে আয়োজিত স্মরণানুষ্ঠানে আলোকচিত্রীকে নিয়ে স্মৃতিচারণ করেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, ‘সূর্য দীঘল বাড়ি’র নির্মাতা মসিহউদ্দিন শাকের, শিল্প সমালোচক মঈনুদ্দীন খালেদসহ আলোকচিত্র ও ফিল্ম সোসাইটির কর্মীরা। অনুষ্ঠানের শুরুতেই আনোয়ার হোসেনের প্রতি শ্রদ্ধা নিবেদনে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। ১৯৪৮ সালের ৬ অক্টোবর পুরান ঢাকায় জন্মগ্রহণ করেন আলোকচিত্রী আনোয়ার হোসেন।

সর্বশেষ খবর