শুক্রবার, ৭ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

‘সোনার বাংলা’ গড়তে শেখ হাসিনাকে ভারত সহযোগিতা করছে

-------দিল্লির হাইকমিশনার

দীপক দেবনাথ, কলকাতা

বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল দেশকে ‘সোনার বাংলা’ হিসেবে গড়ে তোলা। তারই সুযোগ্য কন্যা তথা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই সোনার বাংলা নির্মাণের লক্ষ্যে অভাবনীয় কাজ করে যাচ্ছেন। আর এ কাজে প্রতিবেশী ভারত তাকে যোগ্য সহায়তা করে যাচ্ছে। এই মন্তব্য করেছেন ভারতে (দিল্লি) নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী। বৃহস্পতিবার দিল্লিতে জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) ক্যাম্পাসে ‘কমেমোরেটিং বাংলাদেশ লিবারেশন ওয়ার, ১৯৭১’ শীর্ষক এক আলোচনায় অংশ নিয়ে আলী বলেন, ‘বঙ্গবন্ধুর সাহসী ও দূরদৃষ্টি নেতৃত্বই দেখিয়েছিল যে, কীভাবে যুদ্ধবিধ্বস্ত অবস্থা থেকেও দেশকে ঘুরে দাঁড় করানো যায়। পিতা ও কন্যা-বাংলাদেশের এই দুই মহান নেতা-নেত্রীর অবদান সম্পর্কে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই সবচেয়ে সুন্দরভাবে বর্ণনা করেছেন। মোদি বলেছিলেন, ‘বঙ্গবন্ধু বাংলাদেশকে আবিষ্কার করেছিলেন এবং তাঁর কন্যা শেখ হাসিনা এটাকে রক্ষা করছেন।’

আলী বলেন, ‘গোটা বিশ্বের মধ্যে অর্থনৈতিকভাবে অন্যতম দ্রুত বর্ধনশীল দেশের মধ্যে একটি হলো বাংলাদেশ। তার জিডিপির শতকরা হার হলো ৭.৮৬। বাংলাদেশকে এখন প্রায়ই অর্থনৈতিক উন্নয়নের মডেল হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। অতি সম্প্রতি স্বল্পোন্নত (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশের কাতারে ওঠার যোগ্যতা অর্জন করেছে। এবার আমাদের মূল লক্ষ্য হলো ২০৪১ সালের মধ্যে উন্নত দেশের স্বীকৃতি পাওয়া।’ 

যৌথভাবে মুক্তিযুদ্ধভিত্তিক এই আলোচনার আয়োজন করে  জেএনইউ এবং ইন্ডিয়া ফাউন্ডেশন। বাংলাদেশি কূটনীতিক ছাড়াও আলোচনায় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এম. জগদিশ কুমার এবং ইন্ডিয়া ফাউন্ডেশনের ডিরেক্টর মেজর জেনারেল (অব.) ধ্রুব কটচ।

বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদ ভারতীয় সেনা জওয়ানদের স্মৃতিতেও এ দিন শ্রদ্ধা জানান মোয়াজ্জেম আলী।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যক্ষ আবদুল আহাদ চৌধুরী ও সফিকুল বাহার মজুমদার টিপু।

সর্বশেষ খবর