শুক্রবার, ৭ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

খাগড়াছড়িতে ইউপিডিএফ নেতা আনন্দ চাকমার আত্মসমর্পণ

খাগড়াছড়ি প্রতিনিধি

ইউপিডিএফ-এর রাঙামাটি জেলার নানিয়ারচর অঞ্চলের বিচার ও সাংগঠনিক পরিচালক আনন্দ চাকমা একটি বিদেশি অস্ত্র ও তিন রাউন্ড গুলিসহ বুধবার সেনাবাহিনীর মহালছড়ি জোনে এসে আত্মসমর্পণ করেছেন। আত্মসমর্পণের পর নিরাপত্তা বাহিনী ও পুলিশ তাকে গতকাল সাংবাদিকদের মুখোমুখি করলে আনন্দ চাকমা জানান, পরিবারের সুখ-শান্তি বিবেচনা করে তিনি স্বাভাবিক জীবনে ফেরার সিদ্ধান্ত নেন।

তার মতো অনেকেই স্বাভাবিক জীবনে ফিরতে উদগ্রিব। কিন্তু ইউপিডিএফ-এর ভয়ে অনেকেই আত্মসমর্পণের সাহস পাচ্ছেন না।

তিনি জানান, মূলত আঞ্চলিক দলটির চাঁদাবাজি, খুন, গুম, অপহরণসহ সাধারণ পাহাড়ি ও বাঙালিদের নির্যাতনের কারণে অসন্তুষ্ট হয়ে তিনি ইউপিডিএফ ছাড়তে বাধ্য হন। আনন্দ চাকমার বাড়ি খাগড়াছড়ি জেলার দীঘিনালায়। গত প্রায় ৩৬ বছর ধরে গেরিলা জীবন কাটচ্ছেন। চার বছর ধরে তিনি ইউপিডিএফ-এর সঙ্গে জড়িত। তারও আগে জনসংহতি সমিতি ও শান্তি বাহিনীর সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

সর্বশেষ খবর