শুক্রবার, ৭ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
সংবাদ সম্মেলনে ঘোষণা

নিরাপত্তার জন্য বসুন্ধরা গ্যাস সিলিন্ডার ৪০ ধাপে পরীক্ষিত

নিজস্ব প্রতিবেদক

নিরাপত্তার জন্য বসুন্ধরা গ্যাস সিলিন্ডার ৪০ ধাপে পরীক্ষিত

জাতীয় প্রেস ক্লাবে গতকাল বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেডের সংবাদ সম্মেলন—বাংলাদেশ প্রতিদিন

সবচেয়ে নিরাপদ গ্যাস এবং সিলিন্ডারের ব্যাখ্যা দিতে গিয়ে বসুন্ধরা এলপি গ্যাস সিলিন্ডার কর্তৃপক্ষের এক সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, ব্যবহারের জন্য বসুন্ধরা এলপি গ্যাস সিলিন্ডার শতভাগ নিরাপদ। কারণ এই সিলিন্ডার ৪০ ধাপে পরীক্ষা করে বাজারজাত করা হয়। গতকাল জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেডের বিভাগীয় প্রধান মীর টি আই ফারুক রিজভী। এ সময় বাংলাদেশ বিস্ফোরক অধিদফতরের প্রধান পরিদর্শক মোহাম্মদ শামসুল আলম, বসুন্ধরা গ্রুপের কর্মকর্তা জেড এম আহমেদ প্রিন্স, চিত্র নায়ক মামনুল হাসান ইমন প্রমুখ উপস্থিত ছিলেন। বক্তব্যে মীর টি আই ফারুক রিজভী বলেন, বসুন্ধরা গ্রুপের এলপি গ্যাস একটি ব্র্যান্ড। এই গ্যাসের সিলিন্ডারে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে না। ৪০টি ধাপে বসুন্ধরা এলপি গ্যাস সিলিন্ডার পরীক্ষা করা হয়। কর্তৃপক্ষের মূল লক্ষ্যই হলো গৃহস্থল ও কর্মস্থলে গ্যাস সিলিন্ডারের নিরাপদ ব্যবহার নিশ্চিত করা। তিনি উল্লেখ করেন, সিলিন্ডারের সঠিক ব্যবহার ও সুরক্ষা নিশ্চিত করতে চায় বসুন্ধরা। এ লক্ষ্যে বসুন্ধরা এলপি গ্যাস এবং সিলিন্ডারের সঠিক ব্যবহার ও সুরক্ষার উপায় সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাওয়া হচ্ছে। নিরাপদ নিবাস এবং নিরাপদ কর্মস্থল নিশ্চিত করতে কর্মশালা করা হচ্ছে। কর্মশালাগুলোতে এলপি গ্যাস কী এবং এর বৈশিষ্ট্যসমূহ তুলে ধরা হচ্ছে। এ ছাড়াও এলপি গ্যাসের ব্যবহার ও সুবিধাসমূহ, নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ নির্দেশনা এবং সিলিন্ডার স্টোরেজের স্ট্যান্ডার্ড পদ্ধতি, সিলিন্ডার লোড-আনলোড করার উপযুক্ত পদ্ধতি সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। শেখানো হচ্ছে সিলিন্ডার সঠিকভাবে পরিবহন এবং স্থাপনের নিয়মাবলি। আরও শেখানো হচ্ছে সিলিন্ডারের লিকেজ শনাক্ত করার প্রাথমিক উপায়, সরকারি বিধিমালা রক্ষণাবেক্ষণ এবং সাহায্যের জন্য গ্রাহককে জরুরি যোগাযোগের নম্বর প্রদান করাসহ সিলিন্ডার গ্যাস ব্যবহার করার যাবতীয় গুরুত্বপূর্ণ বিষয়াদি। এক কথায়, কেন বসুন্ধরা এলপি গ্যাস সবচেয়ে নিরাপদ— এ বিষয়ে পরিপূর্ণ তথ্য দেওয়া হচ্ছে। কারণ সামাজিক দায়বদ্ধতা এবং নিরাপত্তা নীতির প্রতি বসুন্ধরা এলপি গ্যাস কর্তৃপক্ষ অঙ্গীকারবদ্ধ। তিনি জানান, বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেড সারা দেশের ৪০টি শহরে সফলভাবে কার্যক্রম পরিচালনা করছে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে। প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ বিস্ফোরক অধিদফতরের প্রধান পরিদর্শক মোহাম্মদ শামসুল আলম বলেন, অসচেতনতার জন্য দুর্ঘটনা ঘটে। সে ক্ষেত্রে বসুন্ধরা গ্রুপের এলপি গ্যাস বিকল্প হিসেবে ব্যবহার হচ্ছে। তিনি বলেন, নিম্ন আয়ের মানুষ এবং বস্তি এলাকায় দুর্ঘটনা বেশি ঘটছে। চুলা সঠিকভাবে বন্ধ না করার ফলে গ্যাস বিস্ফোরণ হয়, গ্যাস ছড়িয়ে দুর্ঘটনা ঘটে। তাই এ বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।  চিত্র নায়ক ইমন বলেন, অনেকেই ব্যবসায়িক মনোভাব নিয়ে পণ্য তৈরি করে। কিন্তু বসুন্ধরা গ্রুপ মানুষকে সেবা দেওয়ার মনোভাব নিয়ে পণ্য তৈরি করে। বসুন্ধরা এলপি গ্যাস তারই একটি উদাহরণ।

সর্বশেষ খবর