শনিবার, ৮ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

একই পানি বার বার ব্যবহারে নয়া প্রকল্প

রেজা মুজাম্মেল, চট্টগ্রাম

একই পানি বার বার ব্যবহার নিশ্চিত করতে ‘জিরো ডিসচার্জ প্ল্যান’ পদ্ধতি গ্রহণ করেছে পরিবেশ অধিদফতর। এ পদ্ধতির মাধ্যমে শিল্পকারখানার ব্যবহৃত পানি ফেলে না দিয়ে পুনরায় ব্যবহার করার উপযোগী করে তোলা হবে। আগামী তিন বছরের মধ্যে নগরের সব শিল্পপ্রতিষ্ঠানকে এ প্রকল্পের আওতায় আনার পরিকল্পনা নিয়ে কাজ করা হচ্ছে। পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগর প্রকল্পটি বাস্তবায়ন করছে। এ নিয়ে পরিবেশ অধিদফতর চট্টগ্রাম নগর কার্যালয়ের সঙ্গে শিল্পকারখানার মালিকদের বৃহস্পতিবার বৈঠক অনুষ্ঠিত হয়। পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগরের পরিচালক আজাদুর রহমান মল্লিক বলেন, ‘জিরো ডিসচার্জ প্ল্যান’ প্রকল্পের মাধ্যমে শিল্পকারখানায় ব্যবহৃত পানি পুনঃপ্রক্রিয়া করে অধিক ব্যবহার নিশ্চিত করা হবে। এর মাধ্যমে পানির ভূগর্ভস্থ স্তর নিচে নেমে যাওয়া কমে যাওয়া, ইটিপির ব্যবহৃত পানি নদীতে পড়ে নদীর পানি দূষণও রোধ করা, পানি নষ্ট বা অপচয় না হওয়া, শিল্পপ্রতিষ্ঠানের ব্যবহৃত পানি নদীতে গিয়ে পানি দূষণ না হওয়া এবং নদী থেকে পানি কম আহরণ করা সম্ভব হবে।’ পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগর কার্যালয় সূত্রে জানা যায়, শিল্পকারখানায় ব্যবহৃত পানি তরল বর্জ্য শোধনাগারের (ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট-ইটিপি) মাধ্যমে পরিশোধন করা হয়। কিন্তু এই প্ল্যানের মাধ্যমে ইটিপি থেকে ডিসচার্জ হওয়া সম্পূর্ণ পানি পুনঃপ্রক্রিয়া করে আবারও ব্যবহারের উপযোগী করে তোলা হবে। বর্তমানে নগরে মোট ১১২টি প্রতিষ্ঠান ইতিমধ্যে ইটিপি চালু করেছে। তবে এর মধ্যে ৭০ শতাংশ শিল্পপ্রতিষ্ঠানে জিরো ডিসচার্জ প্ল্যান বাস্তবায়নের জন্য চিঠি দেওয়া হয়েছে। এরই মধ্যে চারটি প্রতিষ্ঠান সম্পূর্ণরূপে জিরো ডিসচার্জ প্ল্যান বাস্তবায়ন করেছে। অভিযোগ আছে, কর্ণফুলী নদীর তীর ঘেঁষেই চট্টগ্রাম নগর। নগরে আছে ছোট বড় প্রায় ৬০০ শিল্পপ্রতিষ্ঠান।

কর্ণফুলী নদীতে প্রতিদিন পড়ছে এসব শিল্পকারখানার বর্জ্য। এর মধ্যে আছে, পেপার মিল, কার্পেট ফ্যাক্টরি, ইস্টার্ন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, বিভিন্ন ট্যানারি, টেক্সটাইল মিল, তেল শোধনাগার, স্টিল মিল, কেমিক্যাল ইন্ডাস্ট্রি, ইউরিয়া সার কারখানা, সিমেন্ট ফ্যাক্টরিসহ নানা শিল্পপ্রতিষ্ঠান। এর সঙ্গে আছে বিভিন্ন জাহাজ, নৌযানসহ নানা ধরনের পণ্যবাহী ইঞ্জিনচালিত বোটের পোড়া তেল ও মবিল। এসব শিল্পকারখানা থেকে প্রায় ৬২ ধরনের মারাত্মক ক্ষতিকর রাসায়নিক বর্জ্য নদীর পানিতে মিশে যাচ্ছে প্রতিদিন। 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর