শনিবার, ৮ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

অধ্যাপক খান সারওয়ার মুরশিদের মৃত্যুবার্ষিকী

অধ্যাপক খান সারওয়ার মুরশিদের মৃত্যুবার্ষিকী

দেশবরেণ্য শিক্ষাবিদ, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক খান সারওয়ার মুরশিদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ। ভাষা আন্দোলন, ছয় দফা, মুক্তিযুদ্ধসহ দেশের সব রাজনৈতিক ও সাংস্কৃতিক আন্দোলনে প্রথম সারিতে থেকে প্রেরণা জুগিয়েছেন তিনি। ১৯৬১ সালে তৎকালীন পাকিস্তানের সামরিক জান্তা ফিল্ড মার্শাল আইয়ুব খানের বিরুদ্ধে গিয়ে রবীন্দ্রনাথের জন্মশতবার্ষিকী উদযাপন করেছিলেন অধ্যাপক খান সারওয়ার মুরশিদ। বঙ্গবন্ধুর ছয় দফা নীতি-নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ছাড়াও তিনি পোল্যান্ড এবং হাঙ্গেরিতে রাষ্ট্রদূত ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। আজ সকাল সাড়ে ১০টায় মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হবে। —বিজ্ঞপ্তি

সর্বশেষ খবর