শিরোনাম
রবিবার, ৯ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস আজ

নিজস্ব প্রতিবেদক

আজ আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস। প্রতি বছরের মতো এবারও জাতিসংঘ ঘোষিত এই দিবসটি পালনের জন্য দুর্নীতি দমন কমিশন (দুদক) বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

আজ সকাল ৮টায় রাজধানীর সেগুন বাগিচার দুদকের প্রধান কার্যালয়ে কর্মসূচির উদ্বোধন করা হবে। দিনের কর্মসূচির মধ্যে রয়েছে সাড়ে ৯টায় জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কে মানববন্ধন এবং সকাল সোয়া ১০টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে আলোচনা সভা। এ সভায় প্রধান অতিথি থাকবেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, দুর্নীতি শুধু বাংলাদেশের একক কোনো সমস্যা নয়। এটি বৈশ্বিক সমস্যা। তাই জাতিসংঘ আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী কনভেনশন গ্রহণ করেছে। পাশাপাশি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে দুর্নীতিকে অন্যতম চ্যালেঞ্জ হিসেবে মনে করা হচ্ছে।

সর্বশেষ খবর