রবিবার, ৯ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

৬ চিকিৎসক মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান

নিজস্ব প্রতিবেদক

মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য ছয়জন বিশিষ্ট চিকিৎসক মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করেছে প্রগতিশীল ডাক্তারদের সংগঠন ‘ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট’। গতকাল সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের সেমিনার কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তরা হলেন— অধ্যাপক ডা. আবুল কাশেম মিয়া, অধ্যাপক ডা. মো. শফিকুল ইসলাম, ডা. এ বি এম শফিকুল ইসলাম ভুঁইয়া, ডা. কাজী রবিউল হক, প্রয়াত ডা. সৈয়দ খলিলুল্লাহ এবং প্রয়াত মেজর (অব.) ডা. আখতার আহমেদ (বীরপ্রতীক)। সম্মাননা প্রাপ্তদের ক্রেস্ট ও উত্তরীয় তুলে দেন সেক্টর কমান্ডার্স ফোরামের ভাইস চেয়ারম্যান লে. কর্নেল (অব.) মো. আবু ওসমান চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ডা. সারওয়ার আলী, ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্টের সভাপতি অধ্যাপক ডা. এম আবু সাঈদ, সাধারণ সম্পাদক ডা. কাজী রকিবুল ইসলাম, ডা. মো. শামসুদ্দীন আহমেদ সংগঠনটির বিভিন্ন ইউনিটের নেতারা। প্রয়াতদের ক্রেস্ট গ্রহণ করেন তাদের ঘনিষ্ঠ আত্মীয়স্বজন।

সর্বশেষ খবর