মঙ্গলবার, ১১ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

রোহিঙ্গাদের নিয়ে মার্কিন আলোকচিত্রীর ‘দেশত্যাগ’

সাংস্কৃতিক প্রতিবেদক

রোহিঙ্গাদের নিয়ে মার্কিন আলোকচিত্রীর ‘দেশত্যাগ’

রোহিঙ্গাদের জীবন-সংগ্রামকে ক্যামেরায় বন্দী করেছেন মার্কিন আলোকচিত্রী প্যাট্রিক ব্রাউন। রোহিঙ্গা জনগোষ্ঠীর আগমনের সময়, তাদের দৃঢ়তা, তাদের আশ্রয় প্রদানকারী স্থানীয় জনগোষ্ঠী, জরুরি পরিস্থিতি মোকাবিলায় গৃহীত বিভিন্ন পদক্ষেপ এবং রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তার বিষয়গুলো শিল্পী তার ক্যামেরায় তুলে ধরেছেন। প্যাট্রিক ব্রাউন এক বছর ধরে এসব ছবি তুলেছেন। আর সেসব আলোকচিত্র নিয়ে ধানমন্ডির অলিয়ঁস ফ্রঁসেজে শুরু হলো ‘দেশত্যাগ’ নামের প্রদর্শনী। প্রদর্শনীর যৌথ আয়োজক ইউনিসেফ বাংলাদশ ও অলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা। গতকাল এই প্রদর্শনী উদ্বোধন করেন ইউনিসেফ বাংলাদশের  শুভেচ্ছাদূত ক্রিকেটার সাকিব আল হাসান ও ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি এডওয়ার্ড বেগবেদার এবং বাংলাদেশে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত ম্যারি আনিক বুখডা। ২২ ডিসেম্বর শেষ হবে এই প্রদর্শনী।

সর্বশেষ খবর