মঙ্গলবার, ১১ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জাপানের

নিজস্ব প্রতিবেদক

একটি আন্তর্জাতিক নির্বাচনে জাপানকে সমর্থন করায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে চিঠি পাঠিয়েছে দেশটির সরকার। চিঠিতে জাপান বলেছে, তাদের প্রতি বাংলাদেশের এই অকুণ্ঠ সমর্থন দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে। একইসঙ্গে বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়নে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে ওই চিঠিতে। গত ৪ ডিসেম্বর ঢাকাস্থ জাপান দূতাবাসের মাধ্যমে এই চিঠিটি বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের কাছে পাঠানো হয়।

জানা গেছে, ‘এক্সপো ২০২৫’-এর স্বাগতিক দেশ হওয়ার জন্য গত নভেম্বরে প্যারিসে ভোটাভুটি হয়। সদস্য দেশগুলোর  গোপন ব্যালটে দেওয়া ভোটে ওই নির্বাচনে বিজয়ী হয় জাপান। এ বিষয়ে গত অক্টোবরে জাপানের প্রধানমন্ত্রী শিনজে আবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চিঠি লিখে তার দেশকে সমর্থনের অনুরোধ জানিয়েছিলেন।

সর্বশেষ খবর