বুধবার, ১২ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

নর্থ সাউথে তারুণ্যের মিলনমেলা

নিজস্ব প্রতিবেদক

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ‘ক্লাব ফেয়ার ২০১৮’ উপলক্ষে গতকাল বসেছিল তারুণ্যের মিলনমেলা। বিশ্ববিদ্যালয়ের ২৩টি ক্লাব বার্ষিক উৎসবে অংশ নিয়ে নাচ, গান, ফ্যাশন শো’সহ নানা আয়োজনে দিনভর মাতিয়ে রাখে ক্যাম্পাস। ‘পুনরুত্থান’ প্রতিপাদ্য সামনে রেখে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ আয়োজনের মিডিয়া পার্টনার ছিল ‘বাংলাদেশ প্রতিদিন’। সকালে বার্ষিক ক্লাব ফেয়ারের উদ্বোধন করেন নর্থ সাউথ বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান এম এ হাসেম। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আতিকুল ইসলাম। এ সময় উপ-উপাচার্য (দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ড. গিয়াস ইউ আহসান, স্টুডেন্ট অ্যাফেয়ার্স পরিচালক পারিশা শাকুরসহ অন্যরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে এম এ হাসেম বলেন, নর্থ সাউথের শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি সমাজসেবামূলক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও নিজেদের নিয়োজিত রেখেছে। এসব কর্মকাণ্ডে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। উপাচার্য অধ্যাপক ড. আতিকুল ইসলাম বলেন, শিক্ষার পাশাপাশি সৃজনশীল নানা কর্মকাণ্ডের মাধ্যমে দেশে ও আন্তর্জাতিক পরিমণ্ডলে নর্থ সাউথের শিক্ষার্থীরা নেতৃত্ব দেবে বলে আশা করি। অতিথিরা ফিতা কেটে ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। পরে তারা বিভিন্ন ক্লাবের স্টল পরিদর্শন করেন।

সর্বশেষ খবর