বুধবার, ১২ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

প্রচারে নেমেছে বাম জোট ইশতেহার ঘোষণা আজ

নিজস্ব প্রতিবেদক

গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষায় জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে ঢাকাসহ সারা দেশের শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করেছে বাম গণতান্ত্রিক জোট। কমিউনিস্ট পার্টি নেতৃত্বাধীন ৮-দলীয় এ বাম জোট একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার ঘোষণা করবে আজ। গতকাল রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে নির্বাচনের প্রচারণা শুরু করেন বাম গণতান্ত্রিক জোটের শীর্ষ নেতারা। পরে একে একে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ঢাকার আসনগুলোর কাস্তে, মই ও কোদাল মার্কার প্রার্থীরা। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক ও বাম জোটের সমন্বয়ক মো. শাহ আলম, বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, রুহিন হোসেন প্রিন্স, গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী জোনায়েদ সাকি প্রমুখ।

পুষ্পমাল্য অর্পণ শেষে শহীদ মিনার পাদদেশে রুহিন হোসেন প্রিন্সের সঞ্চালনায় আয়োজিত সমাবেশে বক্তব্য দেন বাম জোটের সমন্বয়ক মো. শাহ আলম, সিপিবির কাস্তে প্রতীকে ঢাকা-১৫ আসনের প্রার্থী ডা. আহমেদ সাজেদুল হক রুবেল, ঢাকা-৬ আসনের আবু তাহের বকুল, ঢাকা-১৩ আসনের আবু আহসান হাবিব লাবলু, ঢাকা-১৪ আসনের রিয়াজ উদ্দিন, বাসদের মই প্রতীকে ঢাকা-৩ আসনে মজিবুর রহমান, ঢাকা-৮ আসনের প্রকৌশলী শম্পা বসু ও খালেকুজ্জামান লিপন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কোদাল প্রতীকে ঢাকা-১৬ আসনের নাঈমা খালেদ মনিকা প্রমুখ।

আজ ইশতেহার ঘোষণা : বাম গণতান্ত্রিক জোটের নির্বাচনী ইশতেহার আজ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। এ উপলক্ষে বেলা সাড়ে ১১টায় রাজধানীর পুরানা পল্টনে মুক্তিভবনে সংবাদ সম্মেলন ডেকেছে বাম জোট।

সর্বশেষ খবর