বৃহস্পতিবার, ১৩ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

১৩ মামলায় মিলনকে জামিন দিয়েছে হাই কোর্ট

নিজস্ব প্রতিবেদক

বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনকে ১৩ মামলায় জামিন দিয়েছে হাই কোর্ট। গতকাল বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মজিবুর রহমানের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ তাকে জামিন দেয়। আদালতে মিলনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার গোলাম নবী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. বশির উল্লাহ।

পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. বশির উল্লাহ সাংবাদিকদের জানান, ‘মিলনের পক্ষে ১৪টি মামলায় জামিন চেয়ে আবেদন করা হয়েছিল। আদালত শুনানি নিয়ে ১৩ মামলায় তাকে জামিন দিয়েছে। এক মামলায় তার জামিন হয়নি। ফলে খুব তাড়াতাড়ি তার কারামুক্তি হচ্ছে না।’ এ ছাড়া জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ থেকে আপিল করা হবে বলেও তিনি জানান। গত ২৩ নভেম্বর ভোররাতে চাঁদপুর জেলার এডিশনাল এসপি মিজানুর রহমান ও জেলা ডিবির ওসি মামুনের নেতৃত্বে চট্টগ্রাম চকবাজারের ৪৫২ গোয়াসি বাগান রোডের একটি বাসা থেকে গ্রেফতার করা হয় বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে শিক্ষা প্রতিমন্ত্রী এহছানুল হক মিলনকে। এরপর থেকে তিনি কারাগারে আছেন। চাঁদপুরে তার বিরুদ্ধে ২৬টি মামলা রয়েছে। এর মধ্যে ১৭টি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আছে।

সর্বশেষ খবর