বৃহস্পতিবার, ১৩ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

স্বাস্থ্য খাতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান

নিজস্ব প্রতিবেদক

সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষায় সাফল্যের জন্য স্বাস্থ্য খাতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। একই সঙ্গে অসংক্রামক রোগ-ব্যাধি প্রতিরোধ করতে ‘রোগ হওয়ার পর প্রতিকারের চেয়ে রোগ হওয়ার আগে প্রতিরোধই শ্রেয়’- স্লোগানকে জনপ্রিয় করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

ইউনিভার্সেল হেলথ কভারেজ ডে ২০১৮ উপলক্ষে গতকাল জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত সভা থেকে এ আহ্বান জানানো হয়। পাবলিক হেলথ ফাউন্ডেশন, বাংলাদেশ গণমাধ্যম ও নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ের জন্য এই সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন পাবলিক হেলথ ফাউন্ডেশনের ভাইস-চেয়ারপারসন ডা. আফতাব উদ্দিন। ‘সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষার জন্য একত্রিত হোন : এখনই সময় সম্মিলিত পদক্ষেপের’ শীর্ষক এ সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, বাংলাদেশ মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের প্রধান প্রফেসর ডা. শারমিন ইয়াসমিন।  আলোচনায় অশ নেন প্রফেসর ডা. দীপক লাল বণিক, নাসিমা আক্তার, ডা. এম ইসলাম বুলবুল, পুষ্টিবিদ তামান্না শারমিন ও পাবলিক হেলথ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. সমীর কুমার সাহা।

সর্বশেষ খবর