শিরোনাম
শনিবার, ১৫ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

বিজয় দিবসে বিশেষ ট্রাফিক নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক

মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ সদস্য, গুরুত্বপূর্ণ ব্যক্তি, রাজনৈতিক নেতা, বিদেশি কূটনীতিক ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতা পুষ্পাঞ্জলি অর্পণ করবেন। তাদের সুষ্ঠু গমনাগমন নিশ্চিত করতে ওইদিন ভোররাত সাড়ে ৩টা থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত ঢাকা থেকে সাভার জাতীয় স্মৃতিসৌধে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এজন্য বাস, মিনিবাস, ট্রাক, লরিসহ বড় গাড়িগুলোর চালক বা ব্যবহারকারীকে বিকল্প সড়ক ব্যবহার করতে অনুরোধ করে এক নির্দেশনা জারি করেছেন ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।

সাভারকেন্দ্রিক বিকল্প সড়ক : গাবতলী-আমিনবাজার ব্রিজ-সাভার-নবীনগর রোড পরিহার করে বিকল্প রাস্তা হিসেবে ঢাকা এয়ারপোর্ট রোড-আবদুল্লাহপুর ক্রসিং-আশুলিয়া সড়ক হয়ে চলাচল করবে; আরিচা/পাটুরিয়া থেকে সাভার-আমিনবাজার হয়ে ঢাকাগামী যানবাহনসমূহ নবীনগর বাজার থেকে বাইপাইল-আশুলিয়া হয়ে ঢাকায় প্রবেশ করবে এবং টাঙ্গাইল থেকে আশুলিয়া হয়ে ঢাকাগামী যানবাহনসমূহ কালিয়াকৈর-গাজীপুর চৌরাস্তা-টঙ্গী হয়ে ঢাকায় প্রবেশ করবে।

সর্বশেষ খবর