রবিবার, ১৬ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

দুর্বৃত্তরা ভোটের জন্য মাঠে নেমেছে

—সালমা ওসমান লিপি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সংসদ সদস্য শামীম ওসমানের স্ত্রী নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি বলেছেন, ২০১৪ সালে যারা শিশুদের হাতে পেট্রল বোমা তুলে দিয়েছিল বাসে ছুড়ে মারবার জন্য, তারা এখন ভোট চাওয়ার জন্য মাঠে নেমেছে। এদের সম্পর্কে সাবধান। তিনি গতকাল ফতুল্লায় ৩নং ওয়ার্ডে নির্বাচনী উঠান বৈঠকে বক্তৃতা করছিলেন। লিপি জানান, তিনি টেলিভিশনে দেখেছেন ১০-১২ বছর বয়সী শিশুর হাতে ৫০০ টাকা আর পেট্রল বোমা দিয়ে বলা হয়েছে, ‘একটা বাস আসবে, বাসের দিকে এইটা ছুঁড়ে মারবি। এটা একটি খেলা।’

 তিনি বলেন, বাচ্চারা তো বুঝতে পারেনি, ওদের ওই খেলায় বাসের যাত্রীরা আগুনে পুড়ে মারা যাবে। ক্ষমতায় যাওয়ার জন্য ওরা নিচে নেমেছিল। নিষ্পাপ শিশুদের অপব্যবহার করেছিল। যারা অকালে মরেছিল তারা তো এদেশেরই নাগরিক। এখন সেই দুর্বৃত্তরা মাঠে নেমেছে। ভোট চাইছে। আপনারা ওদের ভোট দেবেন না। যে কাজ করেছে তাকে ভোট দেবেন। তিনি আশা করেন তার স্বামী শামীম ওসমান জনগণের জন্য কাজ করেছে এবং করছে। কাজেই জনগণ শামীম ওসমানকে নির্বাচনে জয়যুক্ত করবে।

সর্বশেষ খবর