মঙ্গলবার, ১ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

সামনে আরও বড় চ্যালেঞ্জ, ধৈর্য ও সাহসিকতা ধরে রাখতে হবে

-বিচারপতি নিজামুল হক নাসিম

সামনে আরও বড় চ্যালেঞ্জ, ধৈর্য ও সাহসিকতা ধরে রাখতে হবে

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি নিজামুল হক নাসিম বলেছেন, গত ১০ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্র পরিচালনায় যে ধৈর্য ও সাহসের পরিচয় দিয়েছেন, এটা দুর্লভ। এই ধৈর্য ও সাহস ধরে রেখেই সামনে আরও বড় চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে তিনি এসব কথা বলেন।

নিজামুল হক বলেন, বাংলাদেশে এই মুহূর্তে তিনিই সর্বশ্রেষ্ঠ চয়েজ। দুই মেয়াদে তিনি তার কাজের মাধ্যমে যা করেছেন, একই সঙ্গে যেসব কাজ শুরু করেছেন, এর মাধ্যমে বোঝা যায় আগামী দিনেও তিনি জনগণের কল্যাণে অনেক কাজ করতে পারবেন। তিনি বলেন, মানুষের জন্য ভালোবাসা ও জনগণের জন্য কাজ করার মানসিকতা প্রধানমন্ত্রীর মধ্যে রয়েছে। এ দেশের জনগণ এখনো তার কাছ থেকে অনেক কিছু পেতে পারে। সামনের দিনগুলো প্রধানমন্ত্রীর জন্য আরও চ্যালেঞ্জের হবে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা তার ধৈর্য ও সাহসিকতা বজায় রেখে সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হবেন বলেও আশা প্রকাশ করেন এই বিচারপতি। গত ১০ বছরে আওয়ামী লীগ নেতা-কর্মীদের কর্মকা- নিয়ে সমাজে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে উল্লেখ করে দেশের উন্নয়নে তাদের আরও বেশি ভূমিকা রাখার পরামর্শ দেন নিজামুল হক। তিনি বলেন, আওয়ামী লীগ নেতা-কর্মীদের কর্মকা- নিয়ে পক্ষে-বিপক্ষে নানা ধরনের মতামত রয়েছে। আমি বলব আওয়ামী লীগ নেতা-কর্মীদের আগামী পাঁচ বছরে আরও কষ্টার্জিত কাজ করতে হবে। জনগণ তাদের যে দায়িত্ব দিয়েছে, আগামী পাঁচ বছর কাজের মাধ্যমে মানুষের আশা-আকাক্সক্ষার ফল দিতে হবে। জনগণ তাদের প্রতি যাতে সন্তুষ্ট থাকে সে বিষয়টাও খেয়াল রাখতে হবে।

সর্বশেষ খবর