মঙ্গলবার, ১ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

নির্বাচনী বন্ধেও বন্দরের কার্যক্রম স্বাভাবিক

ফারুক তাহের, চট্টগ্রাম

একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রবিবার দেশব্যাপী সাধারণ ছুটি ঘোষণার কারণে সব ধরনের মিল-কারখানা ও বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ থাকলেও বন্ধ ছিল না চট্টগ্রাম বন্দর। দেশের অর্থনীতির হৃৎপি খ্যাত এই বন্দরে ছুটির দিনেও বহির্নোঙর এবং জেটিতে জাহাজে মালামাল ওঠা-নামা ছিল স্বাভাবিক। তবে ট্রাক, কনটেইনার মুভার চলাচল বন্ধ থাকার কারণে কোনো পণ্য বন্দরের বাইরে যেতে পারেনি বলে জানিয়েছেন চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক। কিন্তু এতে কোনো রকমের আর্থিক ক্ষয়ক্ষতি কিংবা কোনো পক্ষকে (বন্দর কর্তৃপক্ষ ও বন্দর ব্যবহারকারী) সমস্যায় পড়তে হয়নি বলেও জানান বন্দরের এই কর্মকর্তা।

বন্দর সূত্রে জানা গেছে, বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ ছাড়া চট্টগ্রাম বন্দরে অপারেটিং কার্যক্রম কখনো বন্ধ থাকে না। শুধু দুই ঈদে মাত্র ৮ ঘণ্টার জন্য বন্দরের সব কার্যক্রম বন্ধ রাখা হয়। অন্যান্য সরকারি ছুটির দিনে বন্দরের কার্যক্রম থাকে স্বাভাবিক। এবারও তার ব্যত্যয় ঘটেনি।

সর্বশেষ খবর