বৃহস্পতিবার, ১০ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

৫ বছর মন্ত্রী থাকলেও রিকশায় চড়তে দ্বিধা করি না

--------------------- দিলীপ বড়ুয়া

নিজস্ব প্রতিবেদক

সাবেক শিল্পমন্ত্রী ও সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া বলেছেন, ৫ বছর মন্ত্রী ছিলাম কিন্তু তার পরেও রিকশায় চড়তে দ্বিধা করি না।

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও নতুন মন্ত্রিসভাকে অভিনন্দন জানানো উপলক্ষে গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ কথা বলে। তিনি রাজনীতিকদের ‘ব্যবসা নয়, জনগণের সেবা করা’র দিকে মনোযোগী হতে আহ্বান জানান। তিনি বলেন, রাজনীতি হচ্ছে জনগণের খেদমত করার কাজ।

আমরা জনগণের খেদমত করছি, ৫ বছর শিল্পমন্ত্রী ছিলাম, আজকে রিকশায় চড়তে কোনো দ্বিধা নেই। কেননা রাজনীতি হচ্ছে জনগণের জন্য, আর জনগণের সেবা করাই হচ্ছে আমাদের মুখ্য দায়িত্ব। তিনি উল্লেখ করেন, ‘মেধাশূন্য রাজনীতির কারণে বিএনপি আজ রাজনীতিতে দেউলিয়া হয়ে গেছে। শেখ হাসিনার নেতৃত্বে দেশে যতই উন্নতি হবে, ততই বিএনপি ষড়যন্ত্র করবে। আমরা ১৪ দল যেহেতু ঐক্যবদ্ধ তাই বিএনপির এ ষড়যন্ত্র জনগণকে নিয়ে প্রতিহত করব।’

সর্বশেষ খবর