বৃহস্পতিবার, ১০ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

মিয়ানমারকে কড়া প্রতিবাদ জানাল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

‘বাংলাদেশে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী দলের আস্তানা রয়েছে’ বলে মিয়ানমার যে অভিযোগ তুলেছে তার কড়া প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ এ খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। এ ধরনের দাবি সম্পূর্ণ বানোয়াট বলে উল্লেখ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। গণমাধ্যমে আসা মিয়ানমারের প্রেসিডেন্টের দফতরের মুখপাত্রের বক্তব্যের পরিপ্রেক্ষিতে গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়  থেকে বিবৃতি দিয়ে এই কড়া প্রতিবাদ জানানো হয়। ঢাকার বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার ‘জিরো টলারেন্স নীতি’ গ্রহণ করায় নিরাপত্তাবাহিনীর উচ্চ সতর্কতা ও কার্যকর প্রতিরোধ ব্যবস্থার মধ্যে বাংলাদেশে কোনো জায়গায় সন্ত্রাসী ঘাঁটি পরিচালনা করা সম্ভবপর নয়।

নিজেদের রাজনৈতিক সংকটের সঙ্গে বাংলাদেশকে জড়িত না করতে মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানানো হয় বিবৃতিতে। এতে বলা হয়, প্রতিবেশী দেশের বিদ্রোহী গোষ্ঠীদের বাংলাদেশে সন্ত্রাসী কর্মকা  পরিচালনার সুযোগ নেই। সন্ত্রাসবাদ দমনে আন্তর্জাতিক সম্পৃক্ততাসহ সব ধরনের পদক্ষেপ নিয়েছে সরকার।

সর্বশেষ খবর