শুক্রবার, ১১ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা
বিজেপির স্বীকারোক্তি

বাংলাদেশ থেকে ১০ বছরে কোনো অনুপ্রবেশ ঘটেনি

কলকাতা প্রতিনিধি

অবশেষে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি স্বীকার করেছে যে, গত ১০ বছরে একজন বাংলাদেশিও ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ করেনি। গতকাল আসামের গোহাটিতে রীতিমতো সংবাদ সম্মেলন করে এ কথা বলেছেন বিজেপির মুখপাত্র স্বপ্ননীল বরুয়া। প্রসঙ্গত, ২০১৬ সালে বিধানসভা নির্বাচনে ‘বাংলাদেশি অনুপ্রবেশ’ ইস্যু তুলে আসামে ক্ষমতায় এসেছিল বিজেপি। তারও আগে ওই একই ইস্যুতে ২০১৪ সালে লোকসভা নির্বাচনেও ভালো ফল করেছিল তারা। কিন্তু হঠাৎ করেই এবার ৩৬০ ডিগ্রি ঘুরে সেই বিজেপি জানাল, বাংলাদেশ থেকে কোনো অনুপ্রবেশ ঘটেনি। সংবাদ সম্মেলন করে স্বপ্ননীল বরুয়া বলেন, ‘এই মুহূর্তে বাংলাদেশ থেকে কোনো অনুপ্রবেশের ঘটনা নেই। অবৈধ অনুপ্রবেশের ঘটনা অনেক আগে ঘটেছিল। আমরা এটা বলতে পারি যে, গত দশ বছরে বাংলাদেশ থেকে কোনো অনুপ্রবেশের ঘটনা ঘটেনি।’ তিনি আরও বলেন, ‘বাংলাদেশিরা ভারতে অনুপ্রবেশ করছে না- তার কারণ হলো অর্থনৈতিক। তারা এখন ইউরোপ, উপসাগরীয়সহ অন্য উন্নত দেশগুলোতে চলে যায়। ওই দেশগুলোতে তারা প্রতিদিন ন্যূনতম ৩ হাজার রুপি আয় করতে পারে।

 কিন্তু ভারতে সর্বোচ্চ প্রতিদিনে ১ হাজার রুপি আয়ের সুযোগ রয়েছে। সেক্ষেত্রে তারা কেন ভারতে আসবে?’

সংবাদ সম্মেলনে বিজেপির আরেক মুখপাত্র মোমিনুল আবাল বলেন, ‘নাগরিকত্ব (সংশোধনী) বিল পাস হয়ে গেলে নতুন করে বাংলাদেশ থেকে আর কোনো হিন্দু ভারতে আসবে না। কারণ নতুন করে আগত মানুষদের ভারতীয় নাগরিকত্ব প্রদানের কোনো ব্যবস্থা থাকছে না। যারা আগে থেকেই ভারতে বসবাস করছেন, কেবলমাত্র তারাই দেশের নাগরিকত্ব পাওয়ার অধিকারী। তারাই নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট জেলা কালেক্টরই তাদের সব নথি যাচাই করবে।’

সর্বশেষ খবর