বুধবার, ১৬ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

ক্ষতিপূরণের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

সেই ৬৭ একর জমিতে অধিগ্রহণের সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছে জেলা প্রশাসন। জমির মালিকদের কাছ থেকে এ-সংক্রান্ত কাগজপত্র বুঝে নেয় জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখা। নোটিসও জারি করা হয়। কিন্তু বার বার প্রতিশ্রুতি দিয়েও বরাদ্দকৃত অর্থ পরিশোধ করা হয়নি। মানববন্ধনে বক্তারা বলেন, ‘হালিশহরের প্রায় ৫০০ পরিবার এসব জমির মালিক। এ জমিতে আগে মাছ চাষ, সবজি ও বিভিন্ন মৌসুমি আবাদ করে জীবিকা নির্বাহ করতাম। বিগত এক বছর তাও বন্ধ। এ অবস্থায় অসহায়ভাবে দিনাতিপাত করছি আমরা।’

সর্বশেষ খবর