বৃহস্পতিবার, ১৭ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

মেয়াদোত্তীর্ণের তারিখ ও ট্রেড লাইসেন্স না থাকায় নয়জনের কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক

পণ্যের গায়ে মেয়াদোত্তীর্ণের তারিখ ও সঠিক ট্রেড লাইসেন্স না থাকায় গতকাল নয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে সতর্ক ও ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ডিএসসিসি সূত্র জানান, গুলিস্তানের মা ফাতেমা বাগদাদ হোটেলের শাজাহানকে তিন দিন, রহিম হোটেলের রুস্তমকে তিন দিন, বিসমিল্লাহ হোটেলের শাহজাহানকে এক দিন, সরকারি পরিবহন পুল ক্যান্টিনের আবদুস সাত্তারকে এক দিন এবং ফুটপাথে শরবত বিক্রেতা ফয়সাল, সমির ও রাজুকে এক দিন করে কারাদ- দেওয়া হয়। কাজী আলাউদ্দিন রোডের তায়েভাত হোটেলের সুজন এবং সানাউল্লাকে ১৫ দিন করে কারাদ- দেওয়া হয়। স্যাঁতসেঁঁতে ও জীবাণুযুক্ত পরিবেশে খাবার তৈরির অভিযোগে গুলিস্তানের দরবার এ মোগল রেস্টুরেন্টকে ১ লাখ, পোস্তা ও ইসলামবাগের হোটেল ইসলামিয়াকে ১০ হাজার, শরীফ হোটেলকে ১০ হাজার, ঢাকেশ্বরী রেস্তোরাঁকে ১০ হাজার, কাজী আলাউদ্দিন রোডে গাউসিয়া হোটেল ও হাজি বিরিয়ানিকে ৫ হাজার করে, ধোলাইপাড়ের সাহ্যাই চাইনিজ রেস্টুরেন্টকে ৩০ হাজার, আদি বনফুল মিষ্টান্ন ভা-ারকে ৩০ হাজার ও নিউ শর্মা হাউসকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া মদিনা সুইটস, হক কনফেকশনারি ও বিসমিল্লাহ বিরিয়ানিকে সতর্ক করা হয়েছে।

সর্বশেষ খবর