Bangladesh Pratidin

প্রকাশ : বৃহস্পতিবার, ১৭ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১৬ জানুয়ারি, ২০১৯ ২৩:০৩
জাতীয় নেতা এম মনসুর আলীর জন্মদিন পালিত
সিরাজগঞ্জ প্রতিনিধি

জাতীয় নেতা সিরাজগঞ্জের কৃতী সন্তান শহীদ এম মনসুর আলীর ১০১তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সকালে সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমির উদ্যোগে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ ছাড়া শহীদ এম মনসুর আলী অডিটরিয়ামে আলোচনা সভায় জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকার সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান, আবু ইউসুফ সূর্য ও কৃষকলীগ নেতা আবদুল লতিফ তারিন। এ ছাড়াও শহীদ এম মনসুর আলীর জীবনীগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।

এই পাতার আরো খবর
up-arrow