শনিবার, ১৯ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

দিনাজপুরে হবে ২ হাজার মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র

নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরে দুই হাজার মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য জিসিএম রিসোর্সেস এবং চীনের রাষ্ট্রায়াত্ত প্রতিষ্ঠান পাওয়ার চায়নার মধ্যে যৌথভাবে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণে ব্যয় হবে প্রায় ২০০ কোটি ইউএস ডলার। সম্প্রতি ঢাকার এক পাঁচ তারকা হোটেলে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন হয়। বিদ্যুৎ কেন্দ্রটিতে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত সর্বাধুনিক প্রযুক্তি আলট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি ব্যবহার করা হবে। এই কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুতের মূল্যও কম হবে বলে জানিয়েছে জিসিএস রিসোর্সেস কর্তৃপক্ষ।

প্রসঙ্গত পাওয়ার চায়না বাংলাদেশের বৃহৎ তিনটি প্রকল্পের বিনিয়োগকারী এবং ঠিকাদারি প্রতিষ্ঠান। এর মধ্যে আছে এক হাজার ৬৭০ মেগাওয়াট ক্ষমতার দুইটি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র।

সর্বশেষ খবর