শিরোনাম
রবিবার, ২০ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

কর্মস্থলে নির্মাণ শ্রমিকের নিরাপত্তা নিশ্চিত করার দাবি

নিজস্ব প্রতিবেদক

শ্রম আইনে এক জীবনের সমপরিমাণ ক্ষতিপূরণ অন্তর্ভুক্তিকরণসহ কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিতের জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব)। একই সঙ্গে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের বোর্ডসভা প্রতি মাসে, পেনশন স্কিম, রেশনিং ব্যবস্থা ও বাসস্থানের নিশ্চয়তাসহ ১২ দফা দাবি জানিয়েছে। জাতীয় প্রেস ক্লাবের সামনে গতকাল ইনসাব আয়োজিত নির্মাণ শ্রমিকদের দাবি দিবসে এ দাবি জানানো হয়। ইনসাবের কেন্দ্রীয় সভাপতি মো. রবিউল ইসলামের সভাপতিত্বে ও ইনসাবের সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাকের পরিচালনায় সমাবেশ ও র‌্যালি কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি শহিদুল্লাহ চৌধুরী, সাধারণ সম্পাদক ডা. ওয়াজেদুল ইসলাম খানসহ ইনসাবের বিভিন্ন থানার নেতারা উপস্থিত ছিলেন। আগামী ২০১৯-২০ অর্থবছরের বাজেটে অর্থ বরাদ্দ করে নির্মাণ  শ্রমিকদের মৌলিক অধিকার বাস্তবায়নের দাবিতে এ সমাবেশ হয়।

আবদুর রাজ্জাক বলেন, ইমারত নির্মাণ শিল্পের সঙ্গে লাখ লাখ শ্রমিক জড়িত। এই শিল্পের শ্রমিকরা নিরাপত্তাহীনতার মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে চলেছেন। শ্রম মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দফতরের দেখভাল করার কথা থাকলেও দায়িত্ব পালনে অবহেলা করছে।

সর্বশেষ খবর