সোমবার, ২১ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

প্রকাশিত সংবাদের সংশোধনী

‘তবু থামছে না দুর্নীতি’ শিরোনামে ১৯ জানুয়ারি ‘বাংলাদেশ প্রতিদিনের’ প্রথম পাতায় প্রকাশিত স্বাস্থ্য অধিদফতরের চতুর্থ শ্রেণির কর্মচারী আবজাল দম্পতির কয়েকশ কোটি টাকার সম্পদের বিষয়টি ‘টক অব দ্য কান্ট্রি’ হয়ে ওঠেছে।

প্রতিবেদনে কিছু সংশোধনী আছে। ‘সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে নিজ এলাকা ফরিদপুরে তিনটি আসনে মহাজোটের অন্তত পাঁচজন প্রার্থীকে নির্বাচনী খরচের জোগান দিয়েছেন। সরকারদলীয় এক প্রার্থীকে নগদ ১ কোটি টাকা এবং অন্য চার প্রার্থীকে ৫০ লাখ টাকা করে পৌঁছে দেন বলেও আবজালের সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র নিশ্চিত করেছেন।’

দ্বিতীয় প্যারায় ‘ফরিদপুরের প্রবেশদ্বার থেকে শুরু করে জেলা শহর পর্যন্ত বেশ কয়েকটি স্থানে আকর্ষণীয় তোরণ নির্মাণ করে তাতে নিজের ছবিও সংযোজন করেন আবজাল। সংবাদের ওই দুটি অংশ নিয়ে আপত্তি ওঠেছে। আমরাও খবর নিয়ে দেখেছি তথ্য গরমিল রয়েছে। প্রথম অংশটি প্রমাণ সাপেক্ষ নয়। দ্বিতীয় অংশে ফরিদপুর প্রবেশদ্বার থেকে শুরু করে জেলা শহর পর্যন্ত আবজালের ছবি সংযোজিত কোনো তোরণের অস্তিত্ব পাওয়া যায়নি। অনিচ্ছাকৃতভাবে এই তথ্য প্রতিবেদনে উপস্থাপন হয়েছে। ভবিষ্যতে সংবাদ পরিবেশনে আমরা আরও সতর্ক থাকব। -বার্তা সম্পাদক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর