সোমবার, ২১ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

সাবলেট ভাড়া নিয়ে ধর্ষণ, পুলিশ সদস্যকে গ্রেফতারের নির্দেশ

আদালত প্রতিবেদক

রাজধানীতে ‘সাবলেট’ হিসেবে বাসা ভাড়া নিয়ে গৃহবধূকে ধর্ষণের মামলায় পুলিশ সদস্য তরুণ কান্তি বিশ্বাসের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। গতকাল ঢাকার ৩ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জয়শ্রী সমাদ্দার এ আদেশ দেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ১৮ অক্টোবর ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি করা হয়। পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) মামলাটি তদন্তের নির্দেশ দেয় আদালত। পিবিআইয়ের পরিদর্শক শামীম আহমেদ গত ২০ নভেম্বর আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। ওই তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন বিচারক। মামলায় অভিযোগ করা হয়, ২০১৫ সালের মে মাসে রাজারবাগ পুলিশ লাইনে কর্মরত ছিলেন পুলিশ সদস্য তরুণ কান্তি। সে সময় তিনি ওই নারীর ভাড়া করা বাসায় ‘সাবলেট’ হিসেবে ওঠেন। পরে তিনি বিভিন্ন সময় তাকে উত্ত্যক্ত করেন। স্বামী ঘরে না থাকার সুযোগে ওই গৃহবধূকে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ খাওয়ান তরুণ কান্তি। পরে অচেতন হয়ে পড়লে ভিডিও করেন। ওই ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তরুণ কান্তি ওই গৃহবধূর সঙ্গে শারীরিক সম্পর্ক করতে বাধ্য করেন। তাকে বিয়ের আশ্বাসও দেওয়া হয় বলে মামলায় অভিযোগ করেছেন ওই নারী।

সর্বশেষ খবর