বুধবার, ২৩ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা
স্পিকারের সঙ্গে রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশের পাশে থাকবে কাতার

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে পৃথকভাবে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ রেজা নাফার ও কাতারের রাষ্ট্রদূত আহমেদ মোহাম্মদ আল-দিহাইমি। এ সময় দারিদ্র্যবিমোচনে বাংলাদেশের কৌশলের ভূয়সী প্রশংসা করে ইরান বাংলাদেশের জনগণের মৌলিক লক্ষ্য অর্জনে একসঙ্গে কাজ করার আগ্রহ ব্যক্ত করেছে। পাশাপাশি রোহিঙ্গাসহ যেকোনো ইস্যুতে বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছে কাতার। সংসদ ভবনে গতকাল স্পিকারের কার্যালয়ে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎকালে কাতারের রাষ্ট্রদূত মোহাম্মদ আল-দিহাইমি বলেন, রোহিঙ্গা ইস্যুসহ যেকোনো ইস্যুতে কাতার বাংলাদেশের পাশে থাকবে। এ সময় তিনি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে কাতারে আইপিইউ সম্মেলনে যোগ দেওয়ার জন্য কাতারের স্পিকারের আমন্ত্রণপত্র তুলে দেন। এর আগে ড. শিরীন শারমিন চৌধুরী কাতারের প্রবাসী বাংলাদেশিদের সুযোগ-সুবিধা বৃদ্ধিসহ সব অধিকার নিশ্চিত করার আহ্বান জানান। একইসঙ্গে তিনি রোহিঙ্গা ইস্যুতে কাতারের সহযোগিতা বিশেষ করে রেড ক্রিসেন্টের সঙ্গে যৌথ সহায়তার প্রশংসা করেন। কাতারের রাষ্ট্রদূত বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ-কাতারের সম্পর্ক আরও বৃদ্ধি পেয়েছে। তিনি প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে বৃহত্তম ভিসা সেন্টার স্থাপনসহ কাতার অনেক কার্মকা  গ্রহণ করেছে বলে উল্লেখ করেন। তিনি বলেন, কাতার-বাংলাদেশ হাতে হাত রেখে এগিয়ে যাবে। এর আগে ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ রেজা নাফার স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় স্পিকার আন্তর্জাতিক ফোরামে ইরানের স্পিকার আলী লারিজানির ভূমিকার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন এবং আইপিইউতে বাংলাদেশের প্রতিনিধিকে সমর্থনদানের জন্য ধন্যবাদ জানান। জবাবে রাষ্ট্রদূত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের বিপুল সমর্থন নিয়ে সরকার গঠন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে অভিনন্দন জানান। তিনি বলেন, নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন প্রমাণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর দেশের জনগণের আস্থা ও বিশ্বাস রয়েছে। তিনি বলেন, ইরান গণতন্ত্রের অগ্রযাত্রা ও জনগণের মৌলিক লক্ষ্য অর্জনে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী। তিনি বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন ও দারিদ্র্যবিমোচন কৌশলের প্রশংসা করেন।

সর্বশেষ খবর