বৃহস্পতিবার, ২৪ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা
বিএনপির ফরেন কমিটি

নতুন আহ্বায়ক রিয়াজ রহমান

নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমানকে দলের ফরেন অ্যাফেয়ার্স কমিটির আহ্বায়ক করতে চান কমিটির বেশির ভাগ সদস্য। ইতিমধ্যেই তারা তাদের মতামতও পাঠিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে। দক্ষতা, অভিজ্ঞতা ও সততার জন্যই তাকে আহ্বায়কের দায়িত্ব দিতে চান তারা। কমিটির সদস্য ড. আসাদুজ্জামান রিপন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, গত ১৭ জানুয়ারি ‘বিএনপির ফরেন অ্যাফেয়ার্স  কমিটি’ পুনর্গঠনের জন্য ভেঙে দেওয়া হয়েছে। একই সঙ্গে কমিটি পুনর্গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। দক্ষতা, অভিজ্ঞতা, জ্যেষ্ঠতার ভিত্তিতে সাবেক পররাষ্ট্র উপদেষ্টা রিয়াজ রহমানকেই মোটামুটি সবাই চাচ্ছেন নতুন আহ্বায়কের দায়িত্ব দিতে। আসন্ন কমিটির আকার ছোট হবে এবং তা কার্যকরে সর্বোচ্চ চেষ্টা করা হবে।

জানা গেছে, এই কমিটির আহ্বায়ক ইনাম আহমদ চৌধুরী আওয়ামী লীগে যোগ দেওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে দলের ভাইসচেয়ারম্যান শমশের মবিন চৌধুরী পদত্যাগ করলে কমিটির হাল ধরেন সিনিয়র সাংবাদিক ও লেখক শফিক রেহমান। ২০১৫ সালে শফিক রেহমান গ্রেফতার হওয়ার পর কমিটিতে কাজ বন্ধ করে দিলে ইনাম আহমেদ চৌধুরীকে এ পদে নিয়োগ দেওয়া হয়।

সর্বশেষ খবর