বৃহস্পতিবার, ৩১ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

ভূমিষ্ঠ হওয়ার আগেই সন্তান বিক্রির চুক্তি!

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে ভূমিষ্ঠ হওয়ার আগেই নবজাতক পুত্র সন্তান বিক্রির চুক্তি করেছিলেন গর্ভধারিণী মা! এরপর ২ দিনের সেই নবজাতককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) থেকে নিতে এসে পুলিশের হাতে আটক হয়েছেন সোনিয়া (২৮) নামে এক নারী। তাকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া। গতকাল সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে। নবজাতকের মা জোসনা বেগম সাংবাদিকদের জানিয়েছেন, গত ২৯ জানুয়ারি ঢামেক হাসপাতালে সিজারের মাধ্যমে একটি পুত্র সন্তানের জন্ম দেওয়ার পর তিনি ঢামেকের গাইনি বিভাগে ভর্তি রয়েছেন। ভূমিষ্ঠ হওয়ার আগে তিনি নিজের নবজাতক পুত্র সন্তান বিক্রির চুক্তি কথা স্বীকার করে বলেন, কমলাপুর স্টেশনে হোটেলে পানি দেওয়ার কাজ করতেন তিনি। সেখানে সোনিয়ার সঙ্গে পরিচয় হয় তার। তখন তিনি ৪ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। সে সময় সোনিয়া নবজাতক ক্রয়ের জন্য ৫০ হাজার টাকা দেওয়ার কথা বলেছিলেন। পরে সোনিয়া তাকে শারীরিক চিকিৎসার জন্য ৩ হাজার টাকাও দিয়েছিলেন। এছাড়া মাঝে মধ্যে যোগাযোগও রাখতেন। তবে নবজাতক ভূমিষ্ঠ হওয়ার পর তিনি আর সোনিয়াকে সন্তান দিতে রাজি হননি। আটক সোনিয়া সাংবাদিকদের জানিয়েছেন, পুরান ঢাকার রায়সাহেব বাজার এলাকায় পরিবারের সঙ্গে থাকেন। জোসনা এক সময় তার বাসায় কাজ করতেন। তার অন্তঃসত্ত্বার সময় চিকিৎসার জন্য ৩ হাজার টাকা দেন। আজ জোসনা তাকে ফোন করে আসতে বলায় তিনি এসেছিলেন। সকাল থেকে সারা দিনই তার পাশে ছিলেন তিনি। সন্ধ্যায় ঢামেক হাসপাতালের গাইনি বিভাগের ওয়ার্ডে জোসনার ২য় স্বামী টুকু মিয়ার অভিযোগে আনসার সদস্যরা তাকে আটক করেছে।

সর্বশেষ খবর