শুক্রবার, ১ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

অবশেষে কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম বন্দরের প্রাণখ্যাত কর্ণফুলী নদীর উভয় পাড়ে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদে আড়াই বছর আগে দেওয়া উচ্চ আদালতের নির্দেশনা অবশেষে বাস্তবায়ন করতে যাচ্ছে জেলা প্রশাসন। তারা আগামী সোমবার থেকে এ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করবে। গতকাল সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে কর্ণফুলীর অবৈধ স্থাপনা উচ্ছেদ সংক্রান্ত জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। উল্লেখ্য, ২০১৬ সালের ১৬ অগাস্ট হাই কোর্টের একটি বেঞ্চ কর্ণফুলী নদীর দুই তীরে গড়ে ওঠা স্থাপনা সরাতে ৯০ দিনের সময় বেঁধে দেয়। ২০১৭ সালের ২৫ নভেম্বর উচ্ছেদ কার্যক্রম পরিচালনার জন্য এক কোটি ২০ লাখ টাকা অর্থ বরাদ্দ চেয়ে ভূমি মন্ত্রণালয়ে চিঠি দেয় চট্টগ্রাম জেলা প্রশাসন। জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন বলেন, ‘কর্ণফুলী নদীর দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদে হাই কোর্টের আদেশ অর্থের অভাবে এতদিন বাস্তবায়ন করা যায়নি। কিন্তু এখন অর্থের বিষয়টি ভূমিমন্ত্রী থেকে আশ্বাস পেয়েছি। তাই আমরা আগামী সোমবার থেকে উচ্ছেদ অভিযানে যাচ্ছি।’

সর্বশেষ খবর