শুক্রবার, ১ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

কাকরাইলে মা-ছেলে খুনের বিচার শুরু

আদালত প্রতিবেদক

রাজধানীর কাকরাইলে মা-ছেলেকে গলা কেটে হত্যা মামলার বিচার শুরুর নির্দেশ দিয়েছে আদালত। গতকাল ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রবিউল ইসলাম মামলার তিন আসামির বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন। আগামী ৭ মার্চ সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করে মামলার সাক্ষীদের আদালতে আসতে সমন জারির নির্দেশ দেন তিনি। মামলার অভিযুক্তরা হলেন- নিহত শামসুন্নাহারের স্বামী আবদুল করিম, করিমের দ্বিতীয় স্ত্রী শারমিন মুক্তা, মুক্তার ভাই আল-আমিন ওরফে জনি।

সর্বশেষ খবর