শনিবার, ২ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

পাওনা টাকা না দেওয়ায় শেকলে বেঁধে মারধর

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরের ফিরিঙ্গি বাজার এলাকার একটি অফিসে পাওনা টাকা না দেওয়ায় এক যুবককে শেকল দিয়ে বেঁধে মারধর করার অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার রাতে থানার লইট্টাঘাটা এলাকায় টহল ডিউটিকালে কালাচাঁদ দাশ (৩৪)-এর গোঙানির শব্দ শুনে তাকে উদ্ধার করে পুলিশ। কালাচাঁদ বাঁশখালী উপজেলার বাণীগ্রাম হংসপাড়া এলাকার বিধুভূষণ দাশের ছেলে। তিনি পেশায় পরিবহন শ্রমিক। এ ঘটনায় নির্যাতনকারী দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- লক্ষ্মীপুর জেলার রামগতি চরআলগী এলাকার ছাবেদুল হকের ছেলে মাইনউদ্দিন (৫৭) ও কর্ণফুলীর শিকলবাহা এলাকার আবদুল মোমিনের ছেলে মো. রফিক আহমদ (৫৫)। নির্যাতনের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন কালাচাঁদ দাশ।  পুলিশ জানায়, মাইনউদ্দিন ও রফিক একটি ফিশিং ট্রলারের মালিক। কালাচাঁদ এক সময় ওই ট্রলারে কাজ করতেন। সে সময় মাইনউদ্দিনের কাছ থেকে তিনি ৪৫ হাজার টাকা ঋণ নেন। বড় ভাইয়ের মৃত্যু ও নিজের শারীরিক অসুস্থতার জন্য ট্রলারে কিছুদিন কাজ করা বন্ধ রাখেন কালাচাঁদ। পরে আবার কাজে যোগ দিতে চাইলেও মাইনউদ্দিন তাকে আর নেননি। কালাচাঁদ বলেছেন, তিনি ট্রলারে কাজ করে ধীরে ধীরে টাকা পরিশোধ করবেন। কিন্তু মাইনউদ্দিন তাতে রাজি না হয়ে টাকা পরিশোধের জন্য চাপ দিয়ে আসছিলেন। এর পর গত বৃহস্পতিবার সকালে কালাচাঁদকে ফিরিঙ্গি বাজারের লইট্টা ঘাটায় তাদের অফিসে ডেকে নেন। ওই অফিসের গোডাউনে কালাচাঁদকে মারধর করা হয়। শেকল দিয়ে হাত-পা বেঁধে উপুড় করে ফেলে রাখা হয়।

সর্বশেষ খবর