শিরোনাম
রবিবার, ৩ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

জনপ্রত্যাখ্যাত বিএনপি এখন আইসিইউতে

-পানি সম্পদ উপমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সততা, দক্ষতা ও উন্নয়নের ফলে নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হওয়ায় ধানের শীষ ভেসে গেছে। নেতিবাচক রাজনীতির কারণে জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হয়ে বিএনপি এখন আইসিইউতে। সংসদ নির্বাচনে যারা ধানের শীষ নিয়ে পাস করেছে, তারা সংসদে না এলে বিএনপির দাফন সম্পন্ন হবে।

গতকাল দুপুরে ধানমন্ডিতে শরীয়তপুরের নিজ নির্বাচনী এলাকার দলের নেতা-কর্মী এবং চট্টগ্রাম বিভাগের কয়েকটি জেলার নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন। শামীম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা হচ্ছেন ভিশনারী লিডার। যিনি নিজে স্বপ্ন দেখেন, জাতিকে স্বপ্ন দেখান এবং সেটা বাস্তবায়ন করেন। সে কারণেই দেশের মানুষ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে নৌকার প্রার্থীদের বিজয়ী করেছে। বিশ্বে বিরল টানা তৃতীয় মেয়াদে বিপুল ভোটে বিজয়ী হওয়া। দেশের মানুষ উন্নয়নের জন্য শেখ হাসিনাকে ভালবাসেন। সে কারণে নৌকায় ভোট দিয়ে বিজয়ী করেছেন। বিপুল বিজয়ের কারণে দায়িত্ব বেড়ে যায়। দেশের মানুষ যে আশাক্সক্ষা নিয়ে আমাদের নির্বাচিত করেছেন, সে প্রত্যাশা পূরণ করতে হবে। আসন্ন উপজেলা নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার নির্দেশনা দিয়ে শামীম বলেন, আওয়ামী লীগ সরকার রাষ্ট্রীয় ক্ষমতায়। আমাদের লক্ষ্য সব পর্যায়ে সুষম উন্নয়ন। গ্রাম পর্যায়ে সুষম উন্নয়ন করতে হলে উপজেলা পরিষদে আমাদের দলীয় চেয়ারম্যান নির্বাচিত হওয়া দরকার। সরকারি দলের জনপ্রতিনিধিদের জবাবদিহিতা বেশি থাকে।  সে কারণে যাকেই নৌকা প্রতীক দেওয়া হবে তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কেউ দলের সিদ্ধান্তের বাইরে গেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর