সোমবার, ৪ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

১৫ বছরে ৫৮ কর্মকর্তার অনিয়মে ব্যবস্থা নিয়েছে দুদক

নিজস্ব প্রতিবেদক

সংসদ কাজে মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্বপ্রাপ্ত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ২০০৪ সালে স্বাধীন দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রতিষ্ঠিত হয়। এরপর থেকে চলতি বছরের ১২ জানুয়ারি পর্যন্ত ৫৮ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। যার মধ্যে বিভাগীয় তদন্ত করে ১২ জনকে সাজা দেওয়া হয়। এ ছাড়া তিনজনের বিরুদ্ধে বিভাগীয় মামলা চলছে আর ৪৩ জনকে সতর্ক করে অব্যাহতি দেওয়া হয়েছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে একাদশ সংসদের প্রথম প্রশ্নোত্তর পর্বে গতকাল এম আবদুল লতিফের (চট্টগ্রাম-১১) প্রশ্নের জবাবে জাতীয় সংসদে এসব তথ্য জানান মন্ত্রী।

সর্বশেষ খবর