মঙ্গলবার, ৫ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

এসিটি শিক্ষকদের আজ প্রতীকী অনশন

নিজস্ব প্রতিবেদক

চাকরি স্থায়ীকরণের দাবিতে সেকায়েপ প্রজেক্টের অতিরিক্ত শ্রেণি শিক্ষকরা (এসিটি) গতকালও অবস্থান কর্মসূচি পালন করেছেন। আজ এই শিক্ষকরা জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতীকী অনশন শুরু করবেন। গত রবিবার থেকে তারা আন্দোলনে নেমেছেন। শিক্ষকরা জানান, দারিদ্র্যপীড়িত ও দুর্গম এলাকায় মাধ্যমিক পর্যায়ে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থী ঝরে পড়া কমাতে ২০১৫ সালে ইংরেজি, গণিত ও বিজ্ঞান বিষয়ে নিয়োগ দেওয়া হয় ৫ হাজার ২০০ শিক্ষক। চাকরির বিজ্ঞপ্তিতে মডেল শিক্ষক হিসেবেই আখ্যা দেওয়া হয়েছিল এই শিক্ষকদের (এসিটি)।

সর্বশেষ খবর