বৃহস্পতিবার, ৭ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা
সাংবাদিকদের সঙ্গে তথ্যমন্ত্রী

গণমাধ্যম যেন প্রতিবন্ধকতায় না পড়ে সেজন্য কাজ করছি

নিজস্ব প্রতিবেদক

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘গণমাধ্যম যেন সঠিকভাবে কাজ করতে পারে সে চেষ্টা অব্যাহত রয়েছে। কোনো গণমাধ্যম যেন প্রতিবন্ধকতার শিকার না হয় সে ব্যাপারে দায়িত্ব নেওয়ার পর থেকে কাজ করছি।’ গতকাল জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ‘মুক্তিযুদ্ধের চেতনায় সাংবাদিক ফোরাম’ এর আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সিনিয়র সাংবাদিক হাসান শাহরিয়ার।

বক্তব্য দেন প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, বিএফইউজের মহাসচিব শাবান মাহমুদ, বিএফইউজের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, শাহজাহান মিয়া, আবদুল জলিল ভুইয়া, ওমর ফারুক, জাকারিয়া কাজল, ডিইউজের সাবেক সভাপতি কাজী রফিক, কুদ্দুস আফ্রাদ, একাত্তর টিভির প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু, বাংলাদেশ প্রতিদিনের উপসম্পাদক মাহমুদ হাসান, ডিবিসির সিইও মঞ্জুরুল ইসলাম, রফিকুল ইসলাম রতন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিইউজের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী।

ড. হাছান মাহমুদ বলেন, ‘নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন করতে মন্ত্রিসভা কমিটি করে দিয়েছেন প্রধানমন্ত্রী। এটি দ্রুত বাস্তবায়নের চেষ্টা করছি। করবেন।’

সর্বশেষ খবর