শিরোনাম
শুক্রবার, ৮ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

অনশন চলছেই এসিটি শিক্ষকদের

নিজস্ব প্রতিবেদক

সেকায়েপ প্রজেক্টের অতিরিক্ত শ্রেণী (এসিটি) শিক্ষকদের টানা অনশন কর্মসূচি চলছেই। অনশনে গতকাল আট জন শিক্ষক অসুস্থ হয়েছেন বলে আন্দোলনকারীরা জানিয়েছেন। অসুস্থরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। অসুস্থদের মধ্যে মাদারীপুর থেকে আসা রাসেল আহমেদ, চাঁপাইনবাবগঞ্জের সজীব আহমেদ, নড়াইলের আবুল হাসনাত ও পিরোজপুর থেকে আসা শিক্ষক আমিরুল রয়েছেন বলে জানা গেছে। চাকরি স্থায়ীকরণের দাবিতে গত রবিবার থেকে অবস্থান কর্মসূচির পর গতকাল থেকে শিক্ষকরা টানা অনশনের ডাক দিয়েছেন। গত রবিবার থেকে তারা বাংলাদেশ অতিরিক্ত শ্রেণি শিক্ষক (এসিটি) অ্যাসোসিয়েশনের ব্যানারে আন্দোলন করে আসছেন।

অনশনকারীরা বলেছেন, ১৪ মাস ধরে বিনা বেতনে পাঠ দান করে তারা ক্লান্ত। বেতন-ভাতা না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন। ফলে ৪র্থ বারের মতো আন্দোলনে বাধ্য হয়েছেন।

সর্বশেষ খবর